রাজনীতি
অসুস্থ হয়ে হাসপাতালে নানক

ওমেনআই ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব।
তিনি জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার করে তার হার্টে ব্লক পান। পরে দ্রুত অপারেশন করে হার্টে একটি রিং পরানো হয়। এই মুহূর্তে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।