মিডিয়া
৩০ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন

ওমেনঅাই: জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০১৫-১৬) অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানের শেষ দিন ১৫ ডিসেম্বর সোমবার রাত ১০টা।
মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২২ ডিসেম্বর। আগামী ২৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
এদিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আগামী ২৯ ডিসেম্বর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা, ১১ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/