চীনে সহজ হলো এক সন্তান নীতি

ওমেন আই:
চীনে এক সন্তান নীতি সহজ করার জন্য নেয়া সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ আইন পরিষদ। কোনো দম্পতির কেউ একজন তাদের বাবা-মায়ের একমাত্র সন্তান হলেই কেবল ঐ দম্পতি দুটি সন্তান নিতে পারবেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া শনিবার এ খবর প্রকাশ করে।
দেশটির জাতীয় জন কংগ্রেসের ছয় দিনের বৈঠকের শেষ দিনে স্থায়ী কমিটি এ সিদ্ধান্ত অনুমোদন করে। নভেম্বরে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের এক বৈঠকের সময় এক সন্তান নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দেয়া হয়েছিল। নতুন সিদ্ধান্ত চীনের কয়েকটি জায়গায় ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে। কিন্তু সিদ্ধান্তটির আইনে পরিণত হওয়ার জন্য আইন পরিষদের আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছিল।
ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে ১৯৭০ সালের শেষ দিকে এক সন্তান নীতি ঘোষণা করে সরকার। তবে এই নীতির কারণে সাম্প্রতিক সময়ে চীনের বয়োবৃদ্ধের সংখ্যা বেড়ে গিয়ে কর্মক্ষম জনশক্তি কমে যাওয়ার আশঙ্কায় ছিলেন দেশটির নেতারা।