লাল-সবুজে বিজয়ের সাজ

ওমেনঅাই:অনেক ত্যাগ-তিতিক্ষার পরে আমাদের বিজয়ের স্বপ্ন সূর্যের আলো দেখেছে ১৯৭১ এর ১৬ ডিসেম্বরে। প্রতিটি বাঙালি হৃদয়ে দিনটি তাই সব সময়ই জাগ্রত। উৎসব প্রিয় এ জাতির জাগ্রত মনটা বিজয়ের আনন্দে সাজবে, এটাই স্বাভাবিক। বিজয় আনন্দের সঙ্গে দিবসভিত্তিক পোশাকের ব্যাপারটা আমাদের সংস্কৃতিতে জড়িয়ে আছে অনেক আগে থেকে। এবারের বিজয় দিবসের সকালে পরনের সব কিছুতেই শোভা পাবে লাল-সবুজের ছোঁয়া।
মেয়েরা পরতে পারেন লাল-সবুজ শাড়ি। পরতে পারেন লাল পাড়ওয়ালা সবুজ শাড়ি কিম্বা সবুজ পাড়ের লাল শাড়ি। কপালে বড় লাল টিপে ভালো মানাবে যে কোনো তরুণীকেই। শাড়ি বাছাইয়ের ক্ষেত্রে সাধারণ হওয়ায় ভালো। তবে সময়টা শীতকাল হওয়ায় কাঁধে একটা লাল বা সবুজ শাল রাখতে পারেন। তাহলে দিনভর থাকবেন শীতের কষ্টমুক্ত।
লাল লিপস্টিক ব্যবহার করা যেতে পারে। সঙ্গে সবুজ বা লাল রঙের মাথার ব্যান্ড। আর হাতে লাল সবুজ চুড়ি থাকা চাই-ই।
ছেলেরা সবুজ রঙের পাঞ্জাবি পরতে পারেন। আকাশি রঙের জিনস কিংবা সাদা পা’জামা মানিয়ে যাবে। সবুজ পাঞ্জাবিতে লালের উপস্থিতি আপনার সৌন্দর্যও বাড়াবে অনেক বেশি।
পাঞ্জাবি ছাড়াও টি-শার্ট পরতে পারেন। বিজয় দিবসের থিম অবলম্বনে করা এসব টি-শার্ট আপনার স্মার্টনেস বাড়িয়ে দেবে শতগুণ। ছোটরাও সাজবে লাল সবুজের রঙে।
এছাড়া পতাকার রঙে রাঙানো রিস্ট ব্যান্ড কিনে হাতে পরতে পারেন। মাথায় পেঁচাতে পারেন পতাকার ছাপ দেয়া লম্বা কাপড়ের ব্যান্ড। চোয়ালে বা হাতে এঁকে নিতে পারেন বিজয় দিবসের নানা ট্যাটু। সবকিছুই যেনো হয় বিজয় দিবসকে মাথায় রেখে।
ঢাকা, ১৫ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/