বিদ্যুৎ ক্যাম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ওমেনঅাই:ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে তৃতীয় জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ও চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলার হাজীগঞ্জ উপজেলার বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এ্যান্ড কারিগরি কলেজ প্রাঙ্গণে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ সপ্তাহ-২০১৪ উপলক্ষে বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউটসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।
বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা শাখার কমিশনার মো. আবদুল মালেক জানান, ১৮ ও ২০ ডিসেম্বর দুই দিনব্যাপী জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ও চতুর্থ উপজেলা স্কাউটস সমাবেশ হবে। প্রথম দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স। দ্বিতীয় দিন শনিবার বিকেলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ্ কামাল।
ঢাকা, ১৭ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/