প্রেস ক্লাবে বিদেশি পাখি প্রদর্শনী

ওমেনঅাই:আজ থেকে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে শুরু হচ্ছে “বিদেশী পোষা পাখি প্রদর্শনী- ২০১৪”। ‘এভিকালচার সোসাইটি অব বাংলাদেশ’ এর আয়োজনে দুইদিন ব্যাপি এ অনুষ্ঠান চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। পোষা পাখির এ প্রদর্শনী খোলা থাকবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
৩০ থেক ৩৫ প্রজাতির বিদেশি এবং খাঁচায় পালনযোগ্য প্রায় ৫০০ পাখি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাইসুল হাসান খান।
“খাঁচায় পুষুন খাচার পাখি- বনের পাখি থাকুক বনে” এমন স্লোগান নিয়ে আয়োজিত হচ্ছে এ প্রদর্শনী। বিদেশি পোষা পাখি নিয়ে এ প্রদর্শনীর মাধ্যমে একদিকে পাখির প্রতি মানুষের ভালবাসা আরো বাড়বে এবং বন্য পাখি খাচায় না পুষে খাঁচায় পালন যোগ্য পাখি পোষার প্রতি মানুষের আগ্রহ তৈরি হবে। এছাড়া এসব পাখি পালনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়াসহ দেশি পাখি সংরক্ষণে আরও সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন আয়োজকেরা।
ঢাকা, ১৮ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/