৩৪তম বিসিএস’র পরীক্ষার ফল প্রকাশ

ওমেনঅাই: ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় নয় হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছেন।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি থেকে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে।
পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ফল পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে BCS লিখে স্পেস দিয়ে 34 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
পিএসসি সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি দুই হাজার ৫২টি পদের বিপরীতে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ২৪ মে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন। দুই দফায় সংশোধিত ফলাফলে ৪৬ হাজারের বেশি পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন। এ বছরের ৩১ মার্চ ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষা (বিষয়ভিত্তিক বাদে) শেষ হয়
ঢাকা, ১৮ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/