প্রধানমন্ত্রী চট্টগ্রাম নেভিতে পৌঁছেছেন

ওমেনঅাই:প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম নেভিতে পৌঁছেছেন। হেলিকপ্টারে রবিবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি পতেঙ্গায় অবস্থিত বাংলাদেশ নেভাল এ্যাকাডেমিতে এসে পৌঁছান।
পরে সকাল ১১টা ৫ মিনিটে নেভাল এ্যাকাডেমিতে শীতকালীন কুচকাওয়াজে যোগ দেন। এ সময় তিনি নৌবাহিনীর পাসিং আউট প্যারেড পরিদর্শন করেন এবং অফিসার ও ক্যাডেটদের পদক প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন কমিশন প্রাপ্ত ৬০ জন মিডশিপম্যান এবং ১৩ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারকে ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে ক্যাডেটদের উদ্দেশ্য বক্তব্য দেবেন ও সেরা ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। অনুষ্ঠান শেষে দুপুর ২টায় ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
অনুষ্ঠানে উপস্থিত আছেন- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য এম এ লতিফ, সরকারি কর্মকর্তাসহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।
ঢাকা, ২১ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/