‘কেন্দ্রীয় কারাগার যাচ্ছে কেরানীগঞ্জে ’

ওমেনঅাই:আগামী জুন মাসের মধ্যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে কারারক্ষীদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
কারা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার সকাল ১০টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অনেক কারাগারের সংস্কার এবং নতুন কারাগার নির্মাণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ১০টার আগে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে প্রধানমন্ত্রী প্যারেড মাঠ পরিদর্শন ও সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন। এর পর ‘কারা সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বেলা ১১টায় কারা মেলা ও প্রদর্শনীকেন্দ্র উদ্বোধন ও পরিদর্শন করেন। এছাড়া ১১টা ২০ মিনিটে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর দরবার অনুষ্ঠিত হবে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কারাগারের বাইরে ও ভিতরে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ। কারাগারের প্রবেশপথ ও প্রধান ফটকে লাগানো হয়েছে বিভিন্ন রঙের পতাকা ও ফেস্টুন। কারাগারকে আরো সুন্দর ও পরিচ্ছন্ন করেছেন কর্মীরা।
গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
ঢাকা, ২৩ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/