বিনোদন
সুচিত্রা সেনের জীবনগাঁথা

ওমেনঅাই:‘বাঙালি বিশ্বময়’ জিটিভি চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান। এ শোতে বিভিন্ন পেশার বাঙালিদের বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন চরিত্র, কর্ম, সাফল্যগাঁথার প্রমান্য তৈরী করে প্রচার হয়। এক কথা তাদের পুরো জীবন এতে তুলে ধরা হয়।
এবারের পর্বে দেখানো হবে কিংবদন্তী অভিনেত্রী মহা নায়িকা সুচিত্রা সেনের বংশ পরিচয়, বেড়ে ওঠা, জীবন চরিত্র, কর্ম, সাফল্যগাঁথার প্রমাণ্য চিত্রের দ্বিতীয় পর্ব। তার সম্পর্কে টেলিফোনে কথা বলবেন বলিউড বিখ্যাত সব সংগীত পরিচালকরা।
ঢাকা, ২৫ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/