মন্দা যাচ্ছে মুনমুনের

ওমেনআই: উপস্থাপনায় সফল হলেও নাটকের হালে পানি পাচ্ছেন না জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুমানা মালিক মুনমুন। ক্যারিয়ারের শুরুতে এ লাক্সতারকা নাটক, টেলিছবি ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পেলেও এখন আর সেদিন নেই। বর্তমানে মুনমুনের অভিনয়ে বেশ মন্দা চলছে।
জানা গেছে, বর্তমানে তার হাতে কোনো চলচ্চিত্রের কাজ নেই। অন্যদিকে একটি ধারাবাহিক ছাড়া অন্য কোনো নাটকের শুটিং নিয়েও তার ব্যস্ততা নেই। এখন তিনি শুধু বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করেই সময় পার করছেন।
মুনমুন বলেন, অনেক দিন ধরে অভিনয়ে অনুপস্থিত রয়েছি বলা চলে। তবে আমার নিয়মিত অভিনয়ের ইচ্ছে রয়েছে। কিন্তু আগের মতো পছন্দ অনুযায়ী কাজের প্রস্তাব পাচ্ছি না। তাই দর্শকরা আমাকে অভিনয়ে কম দেখছেন।
তিনি বলেন, অনেকে আমাকে প্রশ্ন করছেন, আমি কি অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি না? আমি তাদের সবার উদ্দেশে বলতে চাই, অভিনয় আমার ভালোবাসার অন্যতম জায়গা। আমি ভালো চরিত্র পেলে সব সময়ই অভিনয় নিয়ে ব্যস্ত থাকব। মানসম্পন্ন পান্ডুলিপি পেলে অভিনয়ের জন্য প্রয়োজনে সব কিছু ছেড়ে দেব।
ঢাকা, ২৯ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/