বিনোদন
বাচসাস পুরস্কার বিজয়ী- ববিতা ও চম্পা

ওমেনআই:আমাদের চলচ্চিত্রের তিন নক্ষত্র সুচন্দা, চম্পা ও ববিতা। ষাট দশক থেকে এখনও আলোর দিশারী হয়ে আছেন এক পবিবারের তিনকন্যা। যাদের দু’জনই বাচসাস ৩৮তম আসরের পুরস্কার বিজয়ী- ববিতা (২০১২) ও চম্পা (২০১৩)।
তাদের হাতে পুরস্কার তুলে দেন তাদেরই সহোদরা কিংবদন্তী আরেক অভিনেত্রী সুচন্দা। গত ২৭ ডিসেম্বর বিএফডিসি প্রাঙ্গনে এক জমকালো মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এই পুরস্কার প্রদান করে।
ঢাকা, ৩০ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/