বিনোদন
‘স্বাধীনতা তোমাকে নিয়ে’

ওমেনআই:দেশাত্মবোধক গানের মিক্সড অডিও অ্যালবাম ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’। এটি বাজারে এনেছে লেজার ভিশন।
অ্যালবামটির গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমাত উল্লাহ, খায়রুল আনাম শাকিল, সাদী মহম্মদ, লাকী আখন্দ, সুবীর নন্দী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, মহিউজ্জামান চৌধুরী ময়না, মানাম আহমেদ, এসআই টুটুল, সামিনা চৌধুরী, পঞ্চম, ঝুমা খন্দকার ও শারমিন সাথী।
গানের কথা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, ড. মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ, নঈম গওহর, কাওসার আহমেদ চৌধুরী, আবু ওমরাহ মোহাম্মদ ফখরুদ্দীন, কবি আজিজুর রহমান, মাহফুজুর রহমান মাফু।
ঢাকা, ৩১ ডিসেম্বর (ওমেনঅাই)/এসএল/