রাজনীতি
খালেদার কার্যালয়ের তালা খুলল

ওমেনআই: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দিয়েছে পুলিশ। পাঁচদিন পর বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে প্রধান ফটকের তালা খুলে দেয় পুলিশ। তবে এ কার্যালয়ের উত্তরপাশের ফটকের তালা এখনও বন্ধ রয়েছে।
তবে গুলশান কার্যালয়ের চারপাশে গত ৪ দিনের মতো পুলিশের উপস্থিতি রয়েছে। জলকামান, পুলিশের পিকআপ ভ্যান ও সাঁজোয়া যানও মোতায়েন রয়েছে।
খালেদা জিয়া শনিবার রাত থেকে এ কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন।
রবিবার রাতে সেখানে বালু, ইট ও পাথরভর্তি ৮টি ট্রাক আনা হয়। সোমবার রাতে সেগুলো সরানো হয়।
ঢাকা, ০৮ জানুয়ারি (ওমেনআই)/এসএল/