রাজনীতি
১১ শর্তে আওয়ামী লীগের সমাবেশ

ওমেনআই: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগকে জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১১টি শর্তে ক্ষমতাসীন এ দলকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
সোমবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে ডিএমপি সমাবেশের অনুমতি দিয়েছে। আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তারা অনুমতি নিয়ে সমাবেশ করছে।
ডিএমপি থেকে জানানো হয়েছে, রাজধানীতে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
ঢাকা, ১২ জানুয়ারি (ওমেনআই)/এসএল/