রেশন কার্ড বিলি প্রশংসনীয় উদ্যোগ

আনিসুর রহমান
সরকার সাধারন মানুষ যারা স্বল্প মূল্যে ভোগ্য পন্য কিনতে চায় , ত্রাণ নিতে চায়না , তাদের জন্য রেশনব্যবস্থা চালু করেছেন ।
এটি অবশ্যই একটি প্রশংসনীয় সরকারী উদ্যোগ । তবে এই রেশনকার্ড বিলি করছেন কাউন্সিলর এবং ইউনিয়ন চেয়ারম্যান সাহেবেরা ।
এ ক্ষেত্রে কিছু নিয়মনীতি দরকার । যেমন এক পরিবারে কয়জন এই কার্ড পাবে । এ কার্ড পেতে সে অঞ্চলের ভোটার হতে হবে কিনা ইত্যাদি ।
কারন শহর অঞ্চলে দেখা যায় অন্য অঞ্চলের ভোটার বেশী বসবাস করে । তারা গ্রামের ভোটার হওয়ায় শহরে রেশনকার্ড পাচ্ছেন না !
আবার কাউন্সিলর বা চেয়ারম্যান মেম্বার সাহেবেরা নিজেদের পছন্দের পরিবারের সদস্যদের , একই ঘরে তিনজনকে তিনটি কার্ড দিচ্ছেন , অন্যদের দিচ্ছেনই না !!
এই অসম বন্টন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। করোনা সময়েতো একেবারেই নয় ।
মানুষ যখন অসহায় অবস্থায় পরেছে , সে সময়ে জনপ্রতিনিধিরা অনেক বেশী মানবিক আচরন করা উচিৎ । ভবিষ্যৎ ভোটের চিন্তা করা উচিৎ নয়।
আমাদের দেশের নির্বাচিত নেতারা সবাই মাশাল্লা ধনী মানুষ । ধনী মানুষেরা বুঝেইনা যে , সাধারন মানুষ কতোটা অভাবে আছে ।
তারা সম্মানের ভয়ে অসহায়ত্বের কথাও কাউকে জানাতে চায়না । চেয়ারম্যান মেম্বারদেরতো আরো বেশী জানাতে চায়না !!
সরকার তার সাধ্যমতো সর্বোচ্চ করার চেষ্টা করছে । কিন্তু সরকারের চাইতেও আমাদের নেতারা অনেক বেশী ধনি !!
তারা ইচ্ছা করলে প্রতি পরিবারে একসাথে তিন মাসের চাল পাঠিয়ে দিতে পারেন , অন্য কিছুর দরকার নেই। যাতে মানুষ অন্তত ভাতের কষ্ট না পায়।
এবং প্রতিটি পরিবারে যাতে অন্তত একজন রেশনকার্ড পায় তা নিশ্চত করাও জনপ্রতিনিধিদের দায়ীত্ব ।
ফেসবুক থেকে নেয়া