আদালতে যাচ্ছে মালালার মামলা

ওমেনআই: পাকিস্তানের সোয়াত উপত্যকায় ২০১২ সালে মালালা ইউসুফজাইয়ের ওপর তালেবান হামলার মামলাটি সামরিক আদালতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। খবর ডননিউজের।
সম্প্রতি দেশটির সংসদে সামরিক আদালত বিল পাশের পর দ্রুত বিচারের জন্য পূর্বের দুইটি হাই প্রোফাইল মামলা সেখানে স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অপর মামলাটি হল- ২০১৩ সালের জুনে নাঙ্গা পর্বত সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার অভিযোগ।
দেশটির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা মামলা স্থানান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। শিগগিরই মামলাগুলো সন্ত্রাসবিরোধী সামরিক আদালতে স্থানান্তর করা হবে।
মালালার মামলাটি পেশোয়ারের আদালত ও নাঙ্গা পর্বতের মামলাটি গিলজিতে স্থানান্তরিত হবে।
২০১২ সালের ৯ অক্টোবর সোয়াত উপত্যকার মিনগোরায় স্কুল থেকে ফেরার পথে হামলার শিকার হন মালালা। তার মাথায় গুলি করে তালেবান যোদ্ধারা।
এ ঘটনার পর কিশোরী মালালাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হয়।
গত বছর সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল পুরস্কার জয় করার রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী মালালা। ভারতের কৈলাস সত্যার্থীর সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল লাভ করেন পাকিস্তানের এই মানবাধিকারকর্মী।
ঢাকা, ১৫ জানুয়ারি (ওমেনঅাই)/এসএল/