সেলিমা হীরা হালিমা ‘মুক্ত’

ওমেন আই :
গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে আটক করার ঘণ্টা দুই পর দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ তিন নারী নেতাকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে পুলিশ।
বাকি দুজন হলেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাশেদা বেগম হীরা ও সাবেক সাংসদ নেওয়াজ হালিমা আরলি।
সোমবার বেলা ১টা ২৫ মিনিটে ওই তিনজনকে খালেদা জিয়ার বাসার সামনে থেকে আটক করে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয়।
বিকাল সোয়া ৩টার দিকে গুলশানের ওসি রফিকুল ইসলাম বলেন, “তাদের সেখান থেকে সরিয়ে থানায় নিয়ে আসা হয়েছিল। উনারা এখন মুক্ত।”
বিএনপির এই তিন নেতা দুপুরে পায়ে হেঁটে গুলশানের ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাড়ির সামনে আসেন এবং সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের ভেতরে ঢুকতে দিতে বলেন।
সেলিমা রহমান এ সময় বলেন, “খালেদা জিয়াতো গ্রেপ্তার নন। তাকে আটকে রেখেছেন কেন।”
এর পরপরই তাদের তিনজনকে আটক করে একটি সাদা গাড়িতে তোলা হয়।
খালেদা জিয়ার নয় পল্টনের সমাবেশে যোগ দেয়ার ঘোষণার পর শনিবার রাত থেকেই গুলশানের ওই বাড়ির সামনে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে।
নয় প্লাটুন পুলিশ ছাড়াও র্যাব সদস্যরা সেখানে নিশ্ছিদ্র পাহারা বসিয়েছেন।