রাজনীতি
খালেদার কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার

ওমেনআইখালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে বাড়তি পুলিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জলকামান সরিয়ে নেওয়া হয়েছে। কার্যালয়ের গেট আগলে রাখা অতিরিক্ত পুলিশ সদস্যরাও চলে গেছেন।
রবিবার রাত আড়াইটায় হঠাৎ করেই বাড়তি পুলিশ সদস্যরা গাড়িতে উঠে চলে যান। এখন সেখানে মাত্র চার পুলিশ সদস্য নিয়মিত নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। রাস্তার উত্তর ও দক্ষিণ পাশে যে সব পুলিশ সদস্য ছিলেন তারাও চলে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের দায়িত্বশীল কোনো কর্মকর্তা কিছু বলতে চাননি।
ঢাকা, ১৯ জানুয়ারি (ওমেনঅাই)/এসএল/