শিক্ষা
রাবিতে প্রথম বর্ষের ক্লাস ৩ ফেব্রুয়ারি

ওমেনআই:দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রথম বর্ষের ক্লাস আগামী জানুয়ারি ২২ তারিখের পরিবর্তে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় রেজিস্টার প্রফেসর ড. এন্তাজুল হক।
এছাড়া সে সব বিভাগে ভর্তি কার্যক্রম বাকি থাকলে আগামী ২৭ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে বলে জানান তিনি।
এর আগে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মিজানউদ্দিনের সাথে অনুষদের ডীনবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা, ২০ জানুয়ারি (ওমেনঅাই)/এসএল/