বিনোদন
কে হবেন টপ মডেল

ওমেনআই:২৩ জানুয়ারি মডেল খোঁজার অনুষ্ঠান ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪’ তৃতীয় আসর এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন মডেল নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ এবং বিউটিশিয়ান কানিজ আলমাস খান। চূড়ান্ত লড়াইয়ে টিকে আছে সেরা ৫ মডেল- মিথিলা, মুন, জেবা, লামিয়া ও চন্দ্র।
এ প্রতিযোগিতার প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি, নাট্য পরিচালক চয়নিকা চৌধুরী, গণমাধ্যমকর্মী অপু মাহফুজ এবং কোরিওগ্রাফার সাইকা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সিজিল মির্জা। পরিচালনায় রয়েছেন তাহের শিপন ও রুমানা রশিদ ঈশিতা।
ঢাকা, ২২ জানুয়ারি (ওমেনঅাই)/এসএল/