খেলাধুলা
ব্রিজবেন টেনিস থেকে ওজনিয়াকির নাম প্রত্যাহার

ওমেন আই :
ইনজুরির কারণে রোববার ব্রিজবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। অনুশীলনের সময় কাঁধে আঘাত পাওয়ার কারণে ব্রিজবেন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন সাবেক এই শীর্ষ তারকা। ইনজুরি নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না বলেই জানান তিনি।
তবে ওজনিয়াকি বলেন, আগামী রোববার সিডনিতে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তিনি অংশ নিতে পারবেন। নতুন মৌসুমের প্রথম বড় টুর্নামেন্ট সিডনি ওপেনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেছেন, পেশিতে বা জোড়ায় বড় কোনো সমস্যা নেই। তাই আমি খুবই ইতিবাচক। বাকি ক’টি দিন এটিকে সহজভাবে নিতে বলা হয়েছে। মাঠেও আমি কিছু কিছু বিষয় ভালোভাবে করতে পারছি। প্রতিদিন ইনজুরির উন্নতি ঘটছে। তাই আগামী কয়েকদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’