বিনোদন
শখের অন্যরকম মুহূর্ত

ওমেনআই: ফের জুটি বেঁধে নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আনিকা কবির শখ। খন্ড নাটকটির নাম ‘মুহূর্তগুলো অন্যরকম হয়’।
সেতু আরিফের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। একেবারেই ভিন্নধর্মী একটি গল্পের কাহিনীচিত্র এটি। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা আফজাল খান।
পরিচালক সাখাওয়াৎ মানিক জানান, ‘মুহূর্তগুলো অন্যরকম হয়’ কাহিনীচিত্রটি আসছে ভালবাসা দিবস কিংবা ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
অপূর্ব ও শখের যে দু’টি নাটক এখন পর্যন্ত প্রচার হয়েছে সেগুলো হচ্ছে বেলাল উদ্দিন শুভর ‘চেনা অচেনা’ ও ‘ভ্যারিয়েশন অব লাভ’।
এছাড়া ‘জার্মো ফোবিক ম্যান’ নামে আরেকটি নাটকের কাজও তারা এরই মধ্যে শেষ করেছেন
ঢাকা, ২৫ জানুয়ারি (ওমেনঅাই)/এসএল/