সারাদেশ
১ ঘন্টাপর সচল ফেসবুক

ওমেনআই: প্রায় ১ ঘন্টা বিকল থাকার পর সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
মঙ্গলবার দুপুর সোয়া বারোটার দিকে বাংলাদেশে ফেসবুক বিকল হয়ে যায়। পরবর্তীতে সোয়া একটার দিকে ফেসবুক আবার সচল হয়।
অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশেও একই সময় ফেসবুক ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করতে পারেননি।
এদিকে আইটি বিশেষজ্ঞদের মতে, মূলত এ ধরনের সমস্যা হয় মূল সিস্টেম অকার্যকর হলে।
ঢাকা, ২৭ জানুয়ারি (ওমেনঅাই)/এসএল/