নাট্যশালায় লোকনাট্যের উৎসব

ওমেনআই: দুই দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে লোকনাট্য গোষ্ঠী। বৃহস্পতিবার বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে উদ্বোধন হবে এই উৎসবের।
দলটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এনডিসি। অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান।
এ ছাড়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে থাকবেন। নাট্যোৎসব উপদযাপন পর্ষদের আহ্বায়ক তাপস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী আনুষ্ঠানিকতা ও গুণীজন সম্মাননা প্রদানের পর লোকনাট্য দল পরিবেশন করবে লিয়াকত আলী লাকী নির্দেশিত নাটক ‘কঞ্জুস’।
৩০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে লোকনাট্যের পরিবেশনায় নতুন নাটক ‘অসত্যের মহোৎসব বা দিনবদলের পালা’। তাপস সরকার নির্দেশিত এ নাটকটি নির্মিত হয়েছে সমসাময়িক নানা অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতামূলক প্রয়াস হিসেবে।
ঢাকা, ২৮ জানুয়ারি (ওমেনআই)/এসএল/