বিনোদন
হৃদয়-পড়শী জুটিবদ্ধ

ওমেনআই:এই প্রথম একসঙ্গে গান গাইলেন হৃদয় খান ও পড়শী। কবির বকুলের লেখা দ্বৈত এই গানটি থাকছে সুইটহার্ট ছবিতে।
হৃদয় খান বলেন, গানের কথাগুলো যেমন সুন্দর তার সঙ্গে পড়শীও চমৎকার গেয়েছে। ওর সঙ্গে এর আগে গান গাওয়া হয়নি। তবে অনেক গানই শুনেছি। গায়কি অনেক সুন্দর। একসঙ্গে কাজ করতে গিয়ে এবার সেটির প্রমাণ পেলাম।
পড়শী বলেন, উনার সঙ্গে গাওয়ার ইচ্ছে অনেক আগেই ছিল। তবে এতদিন পর সেই সুযোগ হয়ে যাওয়াতে নিজের কাছেও ভালো লাগছে। আমি নিজেও তার গানের ভক্ত।
গানটির প্রথম লাইন একমুঠো প্রেম যদি দাও। এর সুর ও সংগীত করেছেন হৃদয় খান নিজেই। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে তার স্টুডিওতে।
এদিকে সম্প্রতি বিশ্বের জনপ্রিয় ভিডিও হোস্টিং সাইট ভেভোতে পড়শীর শুধু তোরে গানটি আপলোড হয়েছে। এটি পড়শী-টু অ্যালবাম থেকে নেয়া।
ঢাকা, ২৮ জানুয়ারি (ওমেনআই)/এসএল/