আন্দোলন সংগ্রামে নারী
চার্চ অব ইংল্যান্ডে প্রথম নারী যাজক

ওমেনআই: চার্চ অব ইংল্যান্ডে প্রথমবারের মতো নারী যাজক নিয়োগ দেওয়া হয়েছে। রেভারেন্ড লিব্বি লেনকে (৪৮) সোমবার নিয়োগ দেওয়া হয়। খবর আলজাজিরার।
ইয়র্ক মিনস্টারের স্টকপোর্টের ১৮তম যাজক হিসেবে নিয়োগ পেলেন লিব্বি।
খ্রিষ্টীয় চার্চগুলোতে নারী যাজক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। গত বছর এক ভোটের মাধ্যমে নারী যাজক নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়। এরপর চার্চ অব ইংল্যান্ড তাদের দীর্ঘদিনের প্রথা ভেঙে নারী যাজক নিয়োগ দিল।
লিব্বির নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়র্কের আর্চবিশপ ডা. জন সেন্তামু।
ঢাকা, ২৯ জানুয়ারি (ওমেনআই)/এসএল/