
ওমেনআই:পেট্রোল বোমা থেকে বাঁচতে ও শিক্ষার পরিবেশ ফিরে পেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের রাস্তায় মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীসহ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারও উপস্থিত ছিলেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিন থেকে চারশ শিক্ষার্থী গুলশানের ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখে অবস্থান নেয়। আগত শিক্ষার্থীদের অধিকাংশই উত্তর বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের। ‘আমাদের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দাও’, ‘আমাদের শিক্ষা নষ্ট করো না’, আমাদের পেট্রোল বোমা মেরো না’ সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিল তাদের হাতে।
সোয়া ১১টার দিকে খালেদা জিয়ার কার্যালয় অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। তারা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, আগামী সোমবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। অথচ আগামীকাল রোববার থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
ঢাকা ৩১ জানুয়ারি (ওমেনআই)/এসএল/