তাইওয়ানে ৫৮ যাত্রী নিয়ে বিমান নদীতে

ওমেনআই: ৫৮ জন যাত্রী নিয়ে তাইওয়ানের ট্রান্স-এশিয়ার একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে রাজধানী তাইপাইয়ের কাছে কিলাং নদীতে বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত আটজনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। স্থানীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।
৫৮ আরোহী নিয়ে বিমান নদীতে
তাইওয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (সিএনএ) বিমান দুর্ঘটনার ছবিও প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে, প্রত্যেক আরোহী মারাত্মক আহত হয়েছেন। তবে বিমান বিধ্বস্তের কারন সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।বিমানের ভেতরে অনেক আরোহী আটকা পড়ে রয়েছে। এদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা।
৫৮ আরোহী নিয়ে বিমান নদীতে
বুধবার সকালে তাইপাইয়ের সংসান বিমানবন্দর থেকে উড়ালের পরপরই বিমানটি দুর্ঘটনায় পড়ে বলে সিএনএ জানিয়েছে।সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, একটি সেতুতে ধাক্কা খাওয়ার পর বিমানটি নিয়ন্ত্রণ হারায়।স্থানীয় ইটিটিভি টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, বিমানটি একটি সড়ক সেতুতে ধাক্কা খাওয়ার পর নদীতে পড়ছে।
গত বছরের জুলাইতে ৪৮জন আরোহী নিয়ে ট্রান্স এশিয়া এয়ারওয়েজের আরেকটি বিমান বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (ওমেনআই)/এসএল/