‘৪১টি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়া হয়েছে’

ওমেনআই: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, তথ্য মন্ত্রণালয় এ পর্যন্ত বেসরকারি ৪১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২৩টি বেসরকারি ও ৩টি সরকারি চ্যানেল চালু রয়েছে। নতুন কোনও টিভি চ্যানেলকে অনুমোদনের বিষয়ে তথ্য মন্ত্রণালয় এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
সরকারি দলের এমপি মনোয়ারা বেগমের এক প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে মন্ত্রী এসব কথা জানান।
তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশে প্রকাশিত ৮৮৫টি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকা রয়েছে। এর মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা ৮১৯টি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত দৈনিক ৬৬টি।
সরকারি দলের সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে বাংলাদেশে ভারতের ৩২টি পে-চ্যানেল এবং ৮টি ফ্রি-চ্যানেল সম্প্রচারিত হয়।
তিনি বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে এবং সেখানে বাংলাদেশের চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে কোন আইনগত বাধা নেই।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (ওমেনআই)/এসএল/