অস্ট্রেলিয়ায় দাবানল: জরুরি অবস্থা জারি

ওমেনআই:দাবানল থেকে অস্ট্রেলিয়ার একটি শহর বাঁচাতে শত শত দমকল কর্মী লড়াই শুরু করেছেন।
পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের নর্থক্লিফ শহরটিতে এর মধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং বেশির ভাগ বাসিন্দাকেই সরিয়ে নেয়া হয়েছে।
বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে ধারণার তুলনায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।
একে এ দশকের সবচেয়ে বড় সংকট বলে বর্ণনা করেছেন রাজ্যের জরুরি সেবা মন্ত্রী জো ফ্রান্সিস।
স্যাটেলাইট ইমেজে ওই এলাকায় আগুন আর ধোঁয়া দেখা যাচ্ছে। এর মধ্যেই শহরের বেশ কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
তারা আশঙ্কা করছেন, নর্থক্লিফে যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে তা হয়তো বেমবার্টনে ছড়িয়ে পড়তে পারে।
দাবালনটি গত ৬ দিন ধরেই জ্বলছে এবং ২২০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
গত শনিবার বজ্রপাত থেকে আগুনের সূচনা হয়েছিল বলে ধারণা করছেন কর্মকর্তারা। পার্থের দক্ষিণ-পূর্বে অন্য একটি দাবানল তৈরি হয়েছে।
সেটি বোডিংটন শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (ওমেনআই)/এসএল/